মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতে উড়াল দেবেন এই উঠতি বাঁহাতি পেসার।
বিমানবন্দর যাওয়ার আগে মঙ্গলবার দুপুরে মিরপুর ক্রিকেট একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোস্তাফিজ বলেন, ‘আইপিএলের জন্য দেশবাসী আমার দিকে তাকিয়ে আছে।
আইপিএলের গত আসরে হায়দ্রাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোস্তাফিজ। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। আশার কথা হলো, গত আসরের চেয়ে এবারের আসরে বল হাতে তিনি আরও উজ্জ্বল থাকবেন বলে জানালেন।
এদিকে, হায়দ্রাবাদের হয়ে এবারের আসরে ইতোমধ্যেই বল হাতে আলো ছড়াতে শুরু করেছেন আফগান লেগস্পিনার রশিদ খান। এরই মধ্যে দুই ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৫টি উইকেট।
তাই গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান দলে জায়গা পাওয়া কঠিন হবে কি না? মোস্তাফিজের প্রতিক্রিয়া, ‘দলে জায়গা পাওয়া নিয়ে আমি মোটেও ভাবছি না। যদি খেলতে পারি আমার সেরাটাই দেব। ’
ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসের ২৬ তারিখে আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। তবে আইপিএলে ব্যস্ত থাকায় ঢাকা থেকে দলের সাথে তিনি যেতে পারছেন না। ভারত থেকেই তিনি ডাবলিনে যাবেন, ‘বোর্ডের সাথে আমার কথা কথা হয়েছে। আমি ভারত থেকে সরাসরি আয়ারল্যান্ডে যাব। ’
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম