টি-২০ ছাড়লেও ওয়ানডে ক্রিকেট খেলে যেতে চান মাশরাফি। ইএসপিএন ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক।
একজন বোলারের জন্য আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখার জন্য এটা কতটা কঠিন এমন প্রশ্নে মাশরাফির প্রতিক্রিয়া, ‘আমার দীর্ঘ ক্যারিয়ার থেকেই আত্ববিশ্বাস এসেছে, যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছি। আমি মনে করি না এখন অনেক মারকুটে ওপেনার আছেন, আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর যেমনটা ছিল। ’
‘প্রত্যেকটি দলে সেরা ওপেনার ছিলেন; ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট, শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া এবং দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ও গ্রায়েম স্মিথ। এখনকার ওপেনাররা টেকনিক্যালি ওই লেভেলের নন, তাই এটি আমার জন্য কাজ করে। ’-যোগ করেন মাশরাফি।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
এমআরএম