ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সানি জেতালেন দোলেশ্বরকে, মোসাদ্দেকে আবাহনীর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সানি জেতালেন দোলেশ্বরকে, মোসাদ্দেকে আবাহনীর জয় সানি জেতালেন দোলেশ্বরকে, মোস্তাদ্দেকে আবাহনীর জয়-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ভিন্ন ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর ও আবাহনী লিমিটেড। আরাফাত সানির দুর্দান্ত বোলিংয়ে পারটেক্সের বিপক্ষে ৭৮ রানে জয় পায় দোলেশ্বর। আর মোসাদ্দেক হোসেন সৈকতের সেঞ্চুরির সুবাদে খেলাঘরকে পাঁচ উইকেটে হারায় আবাহনী।

বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সকে ২৮৮ রানের টার্গেট দেয় দোলেশ্বর। সর্বোচ্চ ৭৭ রান করেন আব্দুল মজিদ।

জবাবে সানির অসাধারণ বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ২০৯ রানের বেশি করতে পারেনি পারটেক্স। দলের হয়ে ৭৪ করেন ইয়েস পাল সিং। স্পিনার সানি ১০ ওভারে ৩৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

ফতুল্লাহ’র খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বড় টার্গেটে খেলতে নেমেও মোসাদ্দেকের সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে পাঁচ উইকেটের বড় জয় তুলে নেয় আবাহনী। ২৯৪ রানের লক্ষ্যে মোসাদ্দেকের ১১০ ও অধিনায়ক রিয়াদের ৫৯ রানে ভর করে ১৫ বল বাকি থাকতে জয় পায় ঐতিহ্যবাহী দলটি। ম্যাচ সেরার পুরস্কার পান সেঞ্চুরিয়ান সৈকত।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।