ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

স্ট্যাম্পের বেলের জন্য নতুন আইন এমসিসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
স্ট্যাম্পের বেলের জন্য নতুন আইন এমসিসির ইংল্যান্ড সফরে গিয়ে বেলের আঘাতে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকর মার্ক বাউচারের বাঁ চোখে আঘাত লাগে-ছবি:সংগৃহীত

বেল রীতিমতো আতঙ্কের বিষয় উইকেটরক্ষকদের জন্য। কখন যে ছিটকে এসে আঘাত করবে কেউ জানে না। এরকম একাধিক উদাহরণ রয়েছে বিশ্ব ক্রিকেটে। চোখে বেল লেগে ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছে অনেকের। এ বার বেল নিয়ন্ত্রণে নামল মেরিলেবন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

বেল বদলাতে হলে বদল করতে হবে আইনের। দুটো সংস্থা এমন বেল বানানোর কথা জানিয়েছে যেটা থেকে আর ক্ষতিগ্রস্থ হবেন না উইকেটরক্ষকরা।

দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের দুটো সংস্থা বেলের নতুন নমুনাও জমা দিয়েছে। যেখানে নিয়ন্ত্রণ করা হবে বেলের গতি। সেই দুই সংস্থা এখনও এর উপর কাজ করছে। সবটা হয়ে গেলে, আইসিসির অনুমতির জন্য পাঠানো হবে। যার জন্য ৮.৩.৪ আইনে পরিবর্তন আনতে হবে।

যুক্তরাজ্যের সংস্থা যে নমুনা দিয়েছে তাতে থাকবে যাতে বেলের মধ্যে দুটো ফুটো থাকবে। যে অফ ও লেগ স্টাম্পের সঙ্গে লাগোনো থাকবে। এর সঙ্গে থাকবে হালকা কাপড় দিয়ে আটকানো একটি বল। আর সেই বেল স্টাম্প থেকে ছিটকে তিন ইঞ্চির বেশি যাবে না। অতীতে বার বার দেখা গিয়েছে উইকেটরক্ষকরা বেলের আঘাতে দৃষ্টি হারিয়েছেন।  

২০১২’র ঘটনা। ইংল্যান্ড সফরে গিয়ে বেলের আঘাতে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকর মার্ক বাউচারের বাঁ চোখে আঘাত লাগে। এর পর দীর্ঘ অস্ত্রোপচারও হয়। কিন্তু খেলায় ফিরতে পারেননি। অবসর নিতে বাধ্য হন। ভারতের হয়ে খেলা উইকেটরক্ষক সাবা করিমেরও ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছিল একইভাবে ডান চোখে বেলের আঘাত লেগে। অনিল কুম্বলের বল ছিল। মহেন্দ্র সিংহ ধোনিও বাদ জাননি বেলের আঘাত থেকে। বেল বদলালে যদি বেঁচে যায় উইকেটরক্ষকদের চোখ তাহলে মন্দ কী। সেই পথেই হাঁটতে চাইছে এমসিসি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।