ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি বছর একের পর এক বড় টুর্নামেন্টে নিজেদের ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই লক্ষ্যে মে মাসে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ ও জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে টাইগাররা। আর এই টুর্নামেন্ট দুটিকে সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ট্রেনিং ক্যাম্প চলাকালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

৩ মে স্থানীয় দল ডিউক অফ নর্থওক-এর মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ| ৫ই মে পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ঐতিহ্যবাহী সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। এমনটি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আকরাম খান।

আকরাম খান এ বিষয়ে বলেন, ‘আমরা আয়ারল্যান্ড যাওয়ার আগে ইংল্যান্ডে কিছুদিন প্রস্তুতি নেব। তারপর সেখান থেকে আয়ারল্যান্ড যাব। সেখানে ত্রি-দেশীয় সিরিজ খেলব। তারপর ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আবার ইংল্যান্ডে ফিরবো। ’

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে বর্তমানে ভারতে রয়েছেন। তারা যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ক্যাম্পের শেষদিকে যোগ দেবে বলে জানান আকরাম খান।  

প্রস্তুতি ক্যাম্পকে সামনে রেখে আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এর আগে তারা ঢাকা প্রিমিয়ার লীগ-এর কিছু ম্যাচ খেলবে। ১২ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লীগ। ঢাকা প্রিমিয়ার লীগে ম্যাচ অনুশীলন হবে জাতীয় দলের ক্রিকেটারদের।  

১২ই মে আয়ারল্যান্ডে নিউজিল্যান্ড ও টাইগারদের নিয়ে শুরু হবে ত্রি-দেশীয় সিরিজ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ডাবল লীগ পদ্ধতির এ টুর্নামেন্টে নেই কোন ফাইনাল। টেবিল টপ দল জিতবে শিরোপা।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।