ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির প্রত্যাবর্তনে জয়ে ফিরতে মরিয়া বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
কোহলির প্রত্যাবর্তনে জয়ে ফিরতে মরিয়া বেঙ্গালুরু কোহলির প্রত্যাবর্তনে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স/ছবি: সংগৃহীত

কাঁধের ইনজুরি কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিরছেন বিরাট কোহলি। অধিনায়কের প্রত্যাবর্তনের ম্যাচে জয়ে ফিরতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএলের দশম আসরে তিন ম্যাচের দু’টিতেই হেরে গেছে তারা। টানা দুই জয়ে উড়ছে রোহিত শর্মার মুম্বাই।

শুক্রবার (১৪ এপ্রিল) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

রাতের ম্যাচে লড়বে গুজরাট লায়ান্স ও  রাইজিং পুনে সুপারজায়ান্ট।

গত মৌসুমে দুই ম্যাচেই মুম্বাইয়ের কাছে হার মানে বেঙ্গালুরু। দুই ম্যাচেই আগে বোলিং করে টার্গেটে নেমে জয় তুলে নেয়। তাই ব্যাটিং সহায়ক উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টস।

সব মিলিয়ে আইপিএলে বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ে জয়ের রেকর্ড ১১-৮। চিন্নাস্বামী স্টেডিয়ামেও ফেভারিট মুম্বাই! ভিজিটর টিম হয়েও সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় উদযাপন করে তারা।

গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের (চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট) পর থেকেই মাঠের বাইরে কোহলি। তার অনুপস্থিতি ভালোই টের পায় আরসিবি। অন্তর্বর্তীকালীন অধিনায়ক হন শেন ওয়াটসন। আট দলের পয়েন্ট টেবিলে অবস্থান ছয়ে। সমান তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বাই।

কোহলির আগে পিঠের ইনজুরি কাটিয়ে ফেরেন প্রথম দুই ম্যাচ মিস করা এবি ডি ভিলিয়ার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে দল হেরে গেলেও ব্যাট হাতে ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকান আইকন। খেলেন ৪৬ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংস। সোমবারের (১০ এপ্রিল) ম্যাচটিতে বাদ পড়েন ক্রিস গেইল। মুম্বাইয়ের বিপক্ষে হোম ম্যাচটিতে একাদশে ফিরতে পারেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’।

প্রেস কনফারেন্সে এমন ইঙ্গিতই দিয়েছেন কোহলি, ‘সবগুলো হোম ম্যাচ খেলার শীর্ষ দাবিদার গেইল। ’ বাদ পড়তে পারেন ফর্মহীন ওপেনার বিষ্ণু বিনোদ। অন্যদিকে, মুম্বাইয়ের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড পেসার মিচেল ম্যাকক্লেনাগানের ফর্ম। তিন ম্যাচে তিনটি উইকেটের বিনিময়ে রান দিয়েছেন ১২৯! তার জায়গায় একাদশে ঢুকতে পারেন স্বদেশী টিম সাউদি।

কোহলি ফেরা মানেই বেঙ্গালুরুর শক্তিও বেড়ে যাবে বহুগুণ। গত মৌসুমে ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক রেটে ৯৭৩ রান করেন ভারতীয় অধিনায়ক। ফেরার ম্যাচে ডি ভিলিয়ার্সের মতোই ব্যাটে ঝড় তুলবেন কোহলি এমন প্রত্যাশা আরসিবি সমর্থকদের।

বেঙ্গালুরু একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, কেদার যাদব, মান্দিপ সিং, স্টুয়ার্ট বিনি, পাওয়ান নেগি, তাইমল মিলস, যুগেন্দ্র চাহাল, অঙ্কিত চৌধুরী।

মুম্বাই একাদশ (সম্ভাব্য): পার্থিব প্যাটেল, জস বাটলার, রোহিত শর্মা, নিতিশ রানা, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডে, হার্দিক পান্ডে, হরভজন সিং, টিম সাউদি, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।