ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনির পাশে দাঁড়িয়েছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ধোনির পাশে দাঁড়িয়েছেন স্মিথ স্টিভেন স্মিথ ও মহেন্দ্র সিং ধোনি/ছবি: সংগৃহীত

আইপিএলের দশম আসরে মহেন্দ্র সিং ধোনির ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন রাইজিং পুনে সুপারজায়ান্ট অধিনায়ক স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান তারকার বিশ্বাস, খুব শিগগিরই রানে ফিরবেন ধোনি। গত তিন ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন তিনি।

শুক্রবারের (১৪ এপ্রিল) ম্যাচে স্বাগতিক গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে পুনে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গতবার দুই ম্যাচেই গুজরাটের কাছে হার মানে পুনে।

এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘আমি ধোনির ফর্ম নিয়ে চিন্তিত নই। আমরা মাত্র তিনটি ম্যাচ খেলেছি। তাই আমার বিশ্বাস, টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে ফর্মে ফিরবেন। ’

আগের তিন ম্যাচে মাত্র ২৮ রান করেন কোহলি। ধোনির মতোই ধুঁকছে পুনে! মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারানোর পর টানা দুই ম্যাচে (পাঞ্জাব ও দিল্লি) হারের লজ্জায় ডোবে তারা। অসুস্থতাজনিত কারণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলতে পারেননি স্মিথ।

আট দলের পয়েন্ট টেবিলে তিন ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পুনে। দুই ম্যাচেই জয়হীন গুজরাট তলানিতে। তাদের সামনে পুনে ম্যাচ দিয়ে প্রথম জয়ের চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।