ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতা কাঁপাতে চান মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
কলকাতা কাঁপাতে চান মোস্তাফিজ আইপিএলে স্বরূপে ফিরতে মরিয়া মোস্তাফিজুর রহমান/ছবি: সংগৃহীত

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার শুরুটা ভালো হয়নি। হতাশা ভুলে আইপিএলের দশম আসরে স্বরূপে ফিরতে চান ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। ইডেন গার্ডেনসে বোলিংয়ে ঝড় তুলতে চোখ রাখছেন বাংলাদেশের বোলিং বিস্ময়।

নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোস্তাফিজ। শনিবারের (১৫ এপ্রিল) ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে হায়দ্রাবাদ।

একাদশে সুযোগ পেলে মোস্তাফিজের মুখোমুখি হবেন সাকিব আল হাসান। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। দু’দলই তিন ম্যাচের দু’টিতে জয় পেয়েছে। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে কলকাতা।

মোস্তাফিজের বিশ্বাস, ইডেন গার্ডেনস ট্র্যাকে তার অফ-কাটার কাজ করবে, ‘উইকেটের ওপর কাটারস নির্ভর করে। যদি উইকেট শুষ্ক থাকে এবং ডে-ম্যাচ হয় যেমনটা আগামীকাল হবে, যেখানে তা দেখার সুযোগ রয়েছে। ’

‘আমি সব সময়ই খেলার সময় নিজের সেরাটা দিতে চেষ্টা করি। যদি আমি খেলি অবশ্যই চেষ্টা করবো এবং আমার সেরাটা দেব। প্রথম ম্যাচে যা চেয়েছি তা হয়নি। এখানে কিছু লেংন্থ সমস্যা ছিল এবং টার্গেট এরিয়ায় বল করতে পারিনি যেমনটা করতে পছন্দ করি। ’-যোগ করেন মোস্তাফিজ।

কলকাতার মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী মোস্তাফিজ, ‘যদি উইকেট ভালো থাকে অবশ্যই আমরা ভালো করবো। আমাদের শক্তিশালী পেস বোলিং ইউনিট রয়েছে। ব্যাটিংও ভালো। ’

জাতীয় দলের স্মরণীয় শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে আইপিএলে খেলতে যান ২১ বছর বয়সী মোস্তাফিজ। গত আসরে দলের শিরোপা জয়ে তার অবদান ছিল চোখে পড়ার মতো। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

এবারের আসরেও ভালো কিছুর প্রত্যয় মোস্তাফিজের। কিন্তু, নিজের প্রথম ম্যাচের পারফরম্যান্স সবাইকে রীতিমতো অবাকই করে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে (১২ এপ্রিল) তার বোলিং ছিল খরুচে। ২.৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে একটি উইকেটও পাননি। প্রথম ওভারেই দেন ১৯! কলকাতায় চেনা রূপে দেখা যাবে তো মোস্তাফিজকে?

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।