ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে উপেক্ষিতরা আলো ছড়াচ্ছেন ঢাকায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আইপিএলে উপেক্ষিতরা আলো ছড়াচ্ছেন ঢাকায় উন্মুখ চাঁদ ও পারভেজ রাসুল-ছবি:সংগৃহীত

ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে রমরমা আসর আইপিএল। এই আসরে খেলার বাসনা রয়েছে প্রতিটি ক্রিকেটারেরই। তবে মাঝেমধ্যে ভালো-প্রতিভাবান খেলোয়াড় হয়েও সুযোগ মেলে না অনেকের। এমনকি ভারতীয়রাও এ তালিকায় যোগ হোন। বিকল্প হিসেবে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে নজর থাকে তাদের।

চলমান আইপিএলে সুযোগ পাননি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক উন্মুখ চাঁদ ও প্রতিশ্রুতিশীল স্পিনার পারভেজ রাসুল। তবে বর্তমানে তারা ঢাকা প্রিমিয়ার লিগের ৫০ ওভারের টুর্নামেন্টে আলো ছড়াচ্ছেন।

চাঁদ খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। যেখানে আবার রয়েছেন বাংলাদেশ তারকা সাব্বির রহমান, সৌম্য সরকার ও রুবেল হোসেনের মতো তারকারা। অফ-স্পিনার রাসুল মাতাচ্ছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে।

আইপিএলের এবারের আসরে নিলামে অবশ্য দু’জনেরই নাম ওঠানো হয়েছিল। বেজ প্রাইজ ধরা হয়েছিল ৩০ লাখ ভারতীয় রুপি। তবে শেষ পর্যন্ত ডাক পাননি। চাঁদ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন। পাশাপাশি রাসুল পুনে ওয়ারিওর্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের দলে ছিলেন।

চাঁদ ও রাসুল বাংলাদেশের ঘরোয়া লিগ ডিপিএলে নিজেদের দলের হয়ে এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছেন। তবে নিজ নিজ ম্যাচে উজ্জ্বল ছিলেন তারা। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে প্রাইমকে জেতাতে সর্বোচ্চ ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দারুণ ভূমিকা রাখেন চাঁদ। আর মোহামেডানের মতো শক্তিশালী দলের বিপক্ষে বোলিংয়ে ভালো ইকোনোমির পর ব্যাটিংয়ে অপরাজিত ৫৩ রান করে গাজীকে জেতান রাসুল।

ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমে খেলেছিলেন আরও বেশ ক’জন ভারতীয় তারকা। এদের মধ্যে দিনেশ কার্তিক, ইউসুফ পাঠান, মনোজ তিওয়ারি, পবন নেগি ও গুরকিরাত সিং মাঠ মাতিয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার চামারা কাপুগেদারা, ইংল্যান্ডের রবি বোপারা ও জিম্বাবুয়ের শেন উইলিয়ামসও খেলেছেন। এবার খেলছেন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।