ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা খেলার আশ্বাস ইমরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
সেরা খেলার আশ্বাস ইমরুলের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগার সেরা একাদশে জায়গা পেলে নিজের সেরা খেলাটিই খেলবেন বলে জানালেন টপঅর্ডারের ব্যাটসম্যান ইমরুল কায়েস। আর সেই লক্ষ্যেই মিরপুর একাডেমি মাঠ চলছে তার অক্লান্ত পরিশ্রম।

শনিবার (১৫ এপ্রিল) মিরপুর ক্রিকেট একাডেমিতে গণমাধ্যমকে ইমরুল জানান, ‘যদি একাদশে সুযোগ পাই চেষ্টা করবো নিজের সেরাটা খেলার। সুযোগ না পেলে তো আর পারফরমেন্স দেখানো যায় না।

দলের হয়ে ব্যাট হাতে ইমরুল সাধারণত ওপেনিংয়ে ব্যাট করেন। তবে কম্বিনেশনের কারণে কখনও কখনও তাকে নিচে নামিয়ে দেওয়া হয়। কিন্তু ইমরুলের সব সময়ের পছন্দের অর্ডার ওপেনিং। জানালেন, এখানেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছ্বন্দবোধ করেন।

ইমরুল জানান, ‘ওপেনিং সবসময়ই কঠিন একটা জায়গা। এখানে সুযোগ পেতে ক্রিকেট খেলুড়ে সবদেশেই প্রতিযোগিতা থাকে। আমি সবসময়ই ওপেনিংয়েই স্বাচ্ছ্বন্দবোধ করি। আমার ক্যারিয়ারের শুরু থেকেই ওপেনিংয়ে খেলছি। পরিকল্পনা আছে সামনে যতদিন খেলবো ওপেনিংয়েই খেলে যাব। ’
 
এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শুরুটা ব্যাট হাতে মোটেও প্রত্যাশিত করতে পারেননি এই ওপেনার। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামালের হয়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্যাভিলনে ফিরেছেন মাত্র ৮ রানের ইনিংস খেলে। যদিও তার দল জিতেছে। কিন্তু নিজের পারফরমেন্সে মোটেও তুষ্ট নন তিনি।

ব্যাট হাতে এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ হিসেবে ইমরুল জানান, ‘ওটা ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। অনেক সময় উইকেট ও কন্ডিশন বুঝতে সময় লেগে যায়। তাছাড়া আমরা শ্রীলঙ্কাতে সবশেষ টি-টোয়েন্টি ফরমেটে খেলে এসেছি। নিউজিল্যান্ডের পর থেকে আর ওয়ানডে খেলা হয়নি। ’

তবে পরের ম্যাচ থেকেই চাইছেন ঘুরে দাঁড়াতে, ‘আশা করি পরের ম্যাচ থেকেই ছন্দে ফিরবো। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।