ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাক টু ব্যাক দুর্দান্ত ইনিংস খেলতে চান নাসির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ব্যাক টু ব্যাক দুর্দান্ত ইনিংস খেলতে চান নাসির ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান নাসির হোসেন/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে নিজের প্রথম ম্যাচেই ১০৬ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের নাসির হোসেন। আর তার সেই অসাধারণ ব্যাটিংয়ে প্রথম রাউন্ডের খেলায় ৭ উইকেটের বড় হারের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছিল তারকাসমৃদ্ধ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

নাসির ভক্তদের জন্য সুখবর হল, লিগের দ্বিতীয় রাউন্ডে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও ব্যাট হাতে এমন আরও একটি উজ্জ্বল ইনিংস খেলতে চান এই ব্যাটিং অলরাউন্ডার, ‘প্রথম ম্যাচে ব্যাটিংটা ভালো হয়েছে। চেষ্টা করবো এই ম্যাচেও ওই রকম কিছু একটা করতে।

রোববার (১৬ এপ্রিল) বাংলানিউজকে এমন প্রত্যয়ের কথা জানান নাসির। ১৮ এপ্রিল ডিপিএলের দ্বিতীয় রাউন্ডে নাসিসের ভিক্টোরিয়া স্পোর্টিংকে মোকাবেলা করবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। নাসিরের দল মৌসুমে জয় দিয়ে শুরু করলেও হার দিয়ে শুরু করেছে ভিক্টোরিয়া।

গত ১৩ এপ্রিল ফতুল্লায় নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ২ উইকেটের হারে পয়েন্ট হারাতে হয়েছে ভিক্টোরিয়াকে। সঙ্গত কারণেই মানসিক দিকে থেকে গাজী গ্রুপের চেয়ে ব্যাকফুটে রয়েছে দলটি।

এমন অবস্থায় তাদের বিপক্ষে জয় পাওয়া কতটা সহজ হবে? এমন প্রশ্নের জবাবে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান নাসির বলেন, ‘কোন জয়ই সহজ না। জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। যখনই ভালো খেলবো তখনই জিতবো। ’

সন্দেহ নেই এবারের ঘরোয়া ক্রিকেটের মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে নাসিরের। শুধু এই মৌসুমই কেন? গেল মৌসুমেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। তারপরেও জাতীয় দলে তিনি যেন অবহেলিত।

রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে তাকে সবশেষ দেখা গিয়েছিল গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আর সবশেষ টি-২০ খেলেছেন গত বছরের মার্চে ভারতের ধর্মশালায় বিশ্বকাপ বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে।

এদিকে, আগামী মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ও জুনে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৯ এপ্রিল ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করার কথা রয়েছে।

ঘরোয়া লিগে এমন ধারাবাহিক পারফরম্যান্সের পর দলে জায়গা পেতে কতটুকু আশাবাদী? নাসিরের প্রতিক্রিয়া, ‘এ বিষয়ে আমি এমন কিছুই ভাবছি না। খেলার দরকার তাই খেলছি। আর চেষ্টা করছি পারফর্ম করতে। যদি নির্বাচকরা মনে করেন আমি যোগ্য তাহলে নিশ্চয়ই ডাকবেন। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।