ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথম রাউন্ড শেষে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট ২০১৬-১৭ মৌসুমের দ্বিতীয় রাউন্ডের খেলা। ১২টি দলের অংশগ্রহণে দেশের তিনটি ভেন্যুতে প্রতিটি রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে দু’দিন করে।

সোমবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে প্রথম দিনের তিনটি ম্যাচ। বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ৯টায় আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই খেলাঘর সমাজ কল্যাণ সংঘের বিপক্ষে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী।

একই সময়ে চার নম্বর মাঠে মাশরাফি-মুশফিকের লিজেন্ডস অব রুপগঞ্জকে মোকাবেলা করবে রাজ্জাক-সোহানের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই দু’দলই লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে।

দিনের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সেখানে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর জয় পেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।