ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটে উজ্জ্বল জুনায়েদ, বলে আরাফাত সানি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ব্যাটে উজ্জ্বল জুনায়েদ, বলে আরাফাত সানি ব্যাটে উজ্জ্বল জুনায়েদ, বলে আরাফাত সানি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাতীয় দল থেকে উপেক্ষিত ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। আর বল হাতে নিজেকে আবারো প্রমাণ করেছেন স্পিনার আরাফাত সানি।

সোমবার (১৭ এপ্রিল) ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আগে ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৪৬ রান।

দলের ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী ওপেনিং জুটিতেই তুলে নেন ১১৩ রান।

মিজানুর ৮০ বলে ৫৬ রান করে বিদায় নেন। জুনায়েদ সিদ্দিকী করেন ইনিংস সর্বোচ্চ ৮৭ রান। তার ১১৫ বলের ইনিংসে ছিল ৫টি চার আর একটি ছক্কার মার। জুনায়েদ আগের ম্যাচে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে করেছিলেন ২১ রান।

মাইশুকুর রহমানের ব্যাট থেকে আসে ৪৭ রান। ১১ রানে সাজঘরে ফেরেন দলপতি অলোক কাপালি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ করেন ১৩ রান।

এদিকে, বল হাতে নিজেকে আবারো প্রমাণ করেছেন আরাফাত সানি। আগের ম্যাচে পারটেক্সের বিপক্ষে ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেওয়ার পর এই ম্যাচে নিয়েছেন আরও ৪ উইকেট। ১০ ওভার বল করে খরচ করেন ৪৫ রান।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।