রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলের ১৯তম ম্যাচে আগে ব্যাট করে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৯ রান। মাঝারি পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত পারফর্মে তৃতীয় জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
হায়দ্রাবাদের দলপতি ও ওপেনার ডেভিড ওয়ার্নার আরও একবার ব্যাট হাতে সফল। ধারাবাহিক ফর্মের তুঙ্গে থাকা এই অস্ট্রেলিয়ান ৫৪ বলে করেন অপরাজিত ৭০ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি আর ২টি ওভার বাউন্ডারিতে।
আরেক ওপেনার শিখর ধাওয়ান ১৫ বলে ১৫ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা মইসেস হেনরিকস ৯ রানে সাজঘরে ফেরেন। যুবরাজের ব্যাট থেকে কোনো রানই আসেনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান নোমান ওঝা ২০ বলে করেন ৩৪ রান। ১২ রান আসে দীপক হুদার ব্যাট থেকে। আইপিএলের আসরে অভিষিক্ত আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ২ রানে ফেরেন। আরেক আফগান রশিদ খান ১ বলে ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন।
পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন আকসার প্যাটেল আর মোহিত শর্মা। একটি করে উইকেট পান সন্দীপ শর্মা ও কারিয়াপ্পা। ইশান্ত শর্মা কোনো উইকেট পাননি।
১৬০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ওপেনার হাশিম আমলা ইনিংসের প্রথম বলেই এলবির ফাঁদে পড়েন। ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দেন এই প্রোটিয়া তারকাকে। তিন নম্বরে নামা দলপতি গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে ১০ রান করে বিদায় নেন। ইয়ন মরগানকে (১৩) ফেরান মোহাম্মদ নবী। ১ রানে বিদায় নেন ডেভিড মিলার। রিদ্ধিমান সাহা কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন। মিলার-সাহাকে দশম ওভারে বোল্ড করে হায়দ্রাবাদকে ম্যাচে ফেরান আফগানিস্তানের স্পিনার রশিদ খান।
আরেক ওপেনার মানান ভোরা পাঞ্জাবের ইনিংসের হাল ধরলেও সতীর্থদের আসা-যাওয়ায় কিছুটা আক্রমণাত্মক খেলতে থাকেন। এরই মাঝে ৭ রান করে বিদায় নেন আকসার প্যাটেল। মোহিত শর্মা ১০ রানে বিদায় নেন। মানান ভোরার ব্যাট থেকে আসে দুর্দান্ত ৯৫ রান। তার ৫০ বলের ইনিংসে ছিল ৯টি চার আর ৫টি ছক্কার মার। ১৯.৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে পাঞ্জাবের ইনিংস থামে ১৫৪ রানের মাথায়।
৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে হায়দ্রাবাদের জয়ে দারুণ ভূমিকা রাখেন পেসার ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ৪২ রান খরচায় দুটি উইকেট পান রশিদ খান। ৪ ওভার বল করে ২৮ রানের বিনিময়ে একটি উইকেট নেন মোহাম্মদ নবী। ২ ওভারে ৬ রান খরচায় একটি উইকেট নেন হেনরিকস। বাকি একটি উইকেট পান সিদ্ধার্ত কাউল।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ১৮ এপ্রিল ২০১৭
এমআরপি