ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের ১৩তম সেঞ্চুরি উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
তামিমের ১৩তম সেঞ্চুরি উদযাপন তামিমের ১৩তম সেঞ্চুরি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বড় সংগ্রহের পথে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে মোহামেডান। আর ব্যাটিংয়ে নেমে নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি উদযাপন করলেন দেশ সেরা এ ওপেনার।

এর আগে বিকেএসপিএর চার নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হয় মোহামেডান ও কলাবাগান। আর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

ওপেনার শামসুর রহমান ৩৮ রানে বিদায় নিলেও সে সময় ১৫.৪ ওভারে ৭৩ রান তোলে দলটি।

এর পর অবশ্য দ্রুতই রনি তালুকদার, রাকিবুল হাসান ও রহমত শাহ ফিরে যান। কিন্তু উইকেটে অবিচল থাকেন অধিনায়কের দায়িত্বে থাকা তামিম। পরে সম্প্রতি অসাধারণ ফর্মে থাকা এ তারকা তুলে নেন সেঞ্চু্রি। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১০৩ বলে ১৩ চার দুই ছক্কা হাকান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে চার উইকেট হারিয়ে ২০৯ রান করেছে মোহামেডান। তামিমের (১২৩) সঙ্গে অন্যপ্রান্তে অপরাজিত আছেন জাতীয় দলের আরেক তারকা মেহেদি হাসান মিরাজ (৬)।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।