ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়লেন স্যামুয়েলস-ব্রাভো, ফিরলেন পাওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বাদ পড়লেন স্যামুয়েলস-ব্রাভো, ফিরলেন পাওয়েল বাদ পড়লেন স্যামুয়েলস-ব্রাভো-ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে স্যাবাইনা পার্কে অনুষ্ঠেয় ম্যাচটিতে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভো। তবে প্রায় তিন বছর পর দলে ফিরেছেন কাইরন পাওয়েল।

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো খেলা ও এখন পর্যন্ত কোনো টেস্ট না খেলা ভিসাউল সিং ও শিমরন হেটমায়েরকে দলে রাখা হয়েছে। কিন্তু ক্যারিবীয়ানদের গত আমিরাত সফরে থাকা লিওন জনসনকে নেওয়া হয়নি।

প্রথম টেস্টের জন্য ক্যারিবীয়ান স্কোয়াড:

জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জারমেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডোরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ের, শাহি হোপ, অ্যালাজ্জারি জোসেফ, কাইরন পাওয়েল, ভিসাউল সিং।

ইন: শিমরন হেটমায়ের, কাইরন পাওয়েল, ভিসাউল সিং।

আউট: কার্লোস ব্র্যাথওয়েইট, ড্যারেন ব্রাভো, লিওন জনসন, মারলন স্যামুয়েলস, জোমেল ওয়ারিকান।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।