ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাসুল-আনামুল পারফর্মে মুমিনুল-নাসিরদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
রাসুল-আনামুল পারফর্মে মুমিনুল-নাসিরদের জয় রাসুল-আনামুল পারফর্মে মুমিনুল-নাসিরদের জয়

ভারতীয় ক্রিকেটার পারভেজ রাসুলের দুর্দান্ত বোলিংয়ের পর ‍আনামুল হক বিজয় ও জহুরুল ইসলামের জোড়া হাফসেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আট উইকেটের বড় জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ১৭৭ রানের জবাবে ৩১.২ ওভারে দুই উইকেট হারিয়েই ১৮১ করে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী।  

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ১৭৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার আনামুল ও জহুরুলের হাফসেঞ্চুরিতেই জয়ের ভীত গড়ে গাজী।

উদ্বোধনী জুটিতে ১০১ রান তোলেন তারা। আনামুল ৪৯ বলে সাতটি চারের সাহায্যে ৫০ করেন। আর ৭১ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫২ করেন জহুরুল।

জয়ে অবশ্য অবদান রাখেন মুমিনুল হক ও অধিনায়ক নাসির হোসেনও। তারা যথাক্রমে ৩০ ও ৪১ রানে অপরাজিত থাকেন। ভিক্টোরিয়ার হয়ে মইনুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত একটি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ভিক্টোরিয়া। গাজীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। উত্তম সরকারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। ভারতীয় স্পিনার রাসুল ১০ ওভারে মাত্র ২৮ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। আলাউদ্দিন বাবু ও আবু হায়দার রনি দুটি করে উইকেট পান।

ম্যাচ সেরার পুরস্কার পান রাসুল।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।