ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ভালো মানুষ হিসেবে সবার স্মরণে থাকতে চাই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
‘ভালো মানুষ হিসেবে সবার স্মরণে থাকতে চাই’ মোস্তাফিজুর রহমান/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই তারকাখ্যাতির জানান দেন মোস্তাফিজুর রহমান। বয়স মাত্র ২১। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে। নিজেকে গ্রেট ক্রিকেটারদের কাতারে নিয়ে যেতে সঠিক পথেই এগোচ্ছেন বাংলাদেশের বোলিং বিস্ময়।

যদি ক্রিকেটের এমন উচ্চতায় যেতে নাও পারেন আক্ষেপ থাকবে না মোস্তাফিজের! একজন ভালো মানুষ হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নিতে চান এ প্রতিভাবান বাঁহাতি পেসার। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথাই তুলে ধরেন মোস্তাফিজ।

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলতে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

যদিও এরই মধ্যে নিজেকে বিশ্বমানের বোলারদের কাতারে নিয়ে গেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জিতেছেন আইসিসির বর্ষসেরা (২০১৬) উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।

মোস্তাফিজ বলেন, ‘আমি কখনোই সাফল্য মাথায় ঢোকায় না। আপনারা সবসময়ই আমাকে নিয়ে অনেক বড় কিছু, গ্রেট ট্যালেন্ট এবং আরো অনেক কিছু জিজ্ঞেস করেন... আমি শান্ত থাকছি। যদি আমি গ্রেট ক্রিকেটার হতে না পারি, অন্তত একজন ভালো মানুষ হিসেবে সবার স্মরণে থাকতে চাই। ’

বলা হচ্ছে, গত আগস্টে সার্জারির পর একই বোলার হিসেবে ফেরেননি মোস্তাফিজ! নিউজিল্যান্ড সফরে চেনা রূপে ছিলেন না। পরে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে থাকেন। সবশেষ শ্রীলঙ্কা সফরে সবগুলো ম্যাচ খেলেছেন। এ সিরিজ দিয়ে ছন্দে ফেরারও ইঙ্গিত দেন। দুই টেস্টে ৮টি, তিনটি ওয়ানডেতে ৬টি ও দু’টি টি-টোয়েন্টিতে ৪ উইকেট লাভ করেন।

এ নিয়ে মোস্তাফিজের অভিমত, ‘আমি আমার ওডিআই বোলিং নিয়ে খুশি (শ্রীলঙ্কার বিপক্ষে)। আমি যা চেয়েছি তা হয়নি এবং সঠিক জায়গায় বল করতে পারিনি। লেংন্থে সমস্যা ছিল। শেষ ওয়ানডেতে আমি ছন্দ ফিরে পেয়েছি এবং টি-টোয়েন্টিও ভালো ছিল। ’

গতবছর আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই হায়দ্রাবাদের হয়ে শিরোপা জয় করেন মোস্তাফিজ। এবার শুরুটা ভালো হয়নি। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন একটি। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন, ‘আমার মাথায় কোনো টার্গেট নেই। আমি সব সময়ই সেরাটা দিয়ে এবং দিন শেষে দলের জয়ে অবদান রাখতে চেষ্টা করি। ’

বাংলাদেশের জার্সিতে ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মোস্তাফিজ। একই বছরের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত হন। ওই সিরিজটি দিয়ে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দেন এ তরুণ পেসার। সবাই মাতেন মোস্তাফিজ বন্দনায়।

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের গৌরব অর্জন করে টাইগাররা। একাই টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে দেন মোস্তাফিজ। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম দু’টি ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিতে নাম লেখান বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ৪টি টেস্ট, ১৪ ওয়ানডে ও  ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তিন ফরমেটে তার উইকেট যথাক্রমে ১২, ৩৬, ২৭।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।