ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

গুজরাট ম্যাচে ছিটকে গেছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
গুজরাট ম্যাচে ছিটকে গেছেন ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স/ছবি: সংগৃহীত

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মঙ্গলবারের (১৮ এপ্রিল) ম্যাচে খেলতে পারছেন না এবি ডি ভিলিয়ার্স। স্বাগতিক গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং জিনিয়াস।

পিঠের ইনজুরিতে ইতোমধ্যেই আইপিএলের দশম আসরের প্রথম দু’টি ম্যাচ মিস করেন এবি। তৃতীয় ম্যাচে ফিরেই ৮৯ রানের (৪৬ বল) বিস্ফোরক ইনিংস খেলেন।

যদিও কিংস ইলেভেন পাঞ্জাবের মাঠে হেরে যায় বেঙ্গালুরু।

ডি ভিলিয়ার্সের ইনজুরির খবর বেঙ্গালুরুর জন্য বড় এক ধাক্কাই বটে। পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে বিরাট কোহলির দল (৫ ম্যাচে ১ জয়)। কোহলি নিজেও ইনজুরির কারণে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি। দলে ফিরলেও এখনো জয়ের দেখা পাননি।

উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠে হারের পর দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে জয় তুলে নেয় বেঙ্গালুরু। কিন্তু, এর পরেই আবারো খেই হারিয়ে ফেলে গতবারের রানার্সআপরা। টানা তিন ম্যাচ হেরে ধুঁকছে আরসিবি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৮ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।