ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আশরাফুল বাহিনীর প্রথম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
আশরাফুল বাহিনীর প্রথম জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে নিজ নিজ খেলায় জয় তুলে নিয়েছে মোহাম্মদ আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র। ভিক্টোরিয়াকে ১০ রানে হারিয়েছে আশরাফুল বাহিনী।

নিজেদের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল আশরাফুলের দল। দ্বিতীয় ম্যাচে মোহামেডানের কাছে ২৪ রানে হেরেছিল কলাবাগান।

ফলে, প্রথম জয়ের দেখা পেল আশরাফুলের দলটি।

বিকেএসপির তিন নম্বর মাঠে শুক্রবার (২১ এপ্রিল) কলাবাগান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৫৯ রান। জবাবে, ৯ উইকেট হারানো ভিক্টোরিয়ার ইনিংস থামে ২৪৯ রানের মাথায়।

তিন নম্বর মাঠে কলাবাগানের হয়ে মেহরাব হোসেন জুনিয়র ৬৩, মোহাম্মদ আশরাফুল ১০, হ্যামিলটন মাসাকাদজা ১১, তুষার ইমরান ৫৬, তাসামুল হক ৪৪ রান করেন। আর মুকতার আলি ৫২ রানে অপরাজিত থাকেন।

২৬০ রানের টার্গেটে নেমে ভিক্টোরিয়ার হয়ে নাসিরুদ্দিন ফারুক ৫৮, সাইফুল হায়াত ৬৪ আর মইনুল ইসলাম ৭৫ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কলাবাগানের মুকতার আলি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।