ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়ারা ছবি:সংগৃহীত

টপঅর্ডারদের ব্যর্থতার পর দলের শেষ দিকে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্টের প্রথমটির প্রথম দিন শেষে সাত উইকেট হারিয়ে ২৪৪ রান করেছে ক্যারিবীয়ারা। যদিও ৮১ ওভার খেলা হয়েছে এদিন।

টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আর সুফলও পায় দলটি।

ক্যারিবীয়দের ৭১ রানেই পাঁচ উইকেটের পতন ঘটায় সফরকারীরা। দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ আমির।

ষষ্ঠ উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। রোস্টন চেজ ও শেন ডোরিচ ১১৮ রানের জুটি গড়ে দলকে বিপাক থেকে রক্ষা করেন। চেজ ৬৩ ও ডোরিচ ৫৬ করে আউট হন। অধিনায়ক জেসন হোল্ডার (৩০) ও দেবেন্দ্র বিশু (২৩) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আমির সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন। দুটি উইকেট পান লেগ স্পিনার ইয়াসির শাহ। আর একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ আব্বাস ও ওহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।