শুধু ‘এ প্লাস’ ক্যাটাগরিই নয়, বেড়েছে ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির বেতনও।
শনিবার (২২ এপ্রিল) বিসিবির ১৬তম কার্যনির্বাহি সভাশেষে এই ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা প্লেয়াররা আগে যেখানে মাসে ২ লাখ ৫০ হাজার টাকা পেতেন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ টাকায়। এই ক্যাটাগরির চার প্লেয়ার হলেন; মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। একই ক্যাটাগরিতে আগে মাহমুদু্ল্লাহ রিয়াদ থাকলেও রেটিং পয়েন্ট কম থাকায় এবার তিনি নেমে গেছেন ‘এ’ ক্যাটাগরিতে।
আর ‘এ’ ক্যাটাগরিতে থাকা প্লেয়ারদের বেতন আগে যেখানে ২ লাখ টাকা ছিল এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখে। ‘বি’ ক্যাটাগরির বেতন ১ লাখ ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ টাকায়। ‘সি’ ক্যাটাগরির ১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। আর ‘ডি’ ক্যাটাগরির প্লেয়ারদের বেতন ৭৫ হাজার টাকা থেকে বাড়ানো হয়েছে ১ লাখ টাকা।
১৬তম কার্যনির্বাহি সভায় বাড়ানো হয়েছে ম্যাচ ফি’র পরিমানও। আগে যেখানে ওয়ানডেতে ম্যাচ ফি’র পরিমান ছিল ১ লাখ টাকা, সেটা শতভাগ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ টাকায়।
টেস্ট ম্যাচ ফি ২ লাখের পরিমান দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকায় (৭৫ ভাগ)। আর টি-টোয়েন্টি ম্যাচ ফি ৭৫ হাজার থেকে করা হয়েছে ১ লাখ ২৫ হাজার (৬৬.৬৬ ভাগ) টাকা।
২০১৭ সালের জানুয়ারি মাস থেকে প্লেয়ারদের উল্লেখিত বেতন ও ম্যাচ ফি কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি