আগামী দিনে ক্রিকেটকেই পাখির চোখ করে এগিয়ে চলেছে তারা। কিন্তু, তাদের এমন বেহাল দশা দেখে ক্রিকেটবিশ্ব খানিকটা অবাক।
সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে গুটিয়ে যায় চীন। মাত্র ১২.৪ ওভারে সব উইকেট পড়ে যায় তাদের। স্কোরবোর্ডে শূন্যের ভিড় দেখা গিয়েছে বেশি। সর্বোচ্চ রান বলতে অতিরিক্ত ১৩। ব্যক্তিগত ব্যাটিংয়ে জুয়াং জেলিন এবং ঝেং পেং দু’জনে সর্বোচ্চ ৬ রান করেন।
প্রথম ব্যাট করতে নেমে সৌদি আরবের মোহাম্মদ আফজাল (১২০) দুর্দান্ত সেঞ্চুরি করেন। শোয়েব আলির ৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংসও ছিল নজরকাড়া। সৌদি আরবের কাছে এত বড় ব্যবধানে হেরে রেকর্ড গড়েছে চীন। এর আগে ২০০৮ সালের আগস্টে নিউজিল্যান্ডের কাছে ২৯০ রানে হেরেছিল আয়ারল্যান্ড। যদিও আর্ন্তজাতিক ক্রিকেটে এখনও রেকর্ডটি কিউইদের অধীনে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৭
এমএমএস