ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্রাভোর আইপিএল শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
ব্রাভোর আইপিএল শেষ আইপিএলের এবারের আসরে ছিটকে গেছেন ব্রাভো (বামে)/ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি ডোয়াইন ব্রাভো। ২০১৭ আইপিএলের পুরো আসরই মিস করবেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার। রোববার (২৩ এপ্রিল) নিজের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছেন গুজরাট লায়ন্সের মালিক কেশব বানসাল।

গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ফিল্ডিং করার সময় ইনজুরি আক্রান্ত হন ব্রাভো। এরপর থেকেই তিনি প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে।

...আইপিএলের দশম আসরে গুজরাট স্কোয়াডের সঙ্গে যোগ দিলেও শুরুর দিকের ম্যাচগুলোতে ব্রাভোর খেলার সম্ভাবনা এমনিতেই ছিল না। বাম হ্যামস্ট্রিংয়ে সার্জারি থেকে সেরে ওঠতে এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

গত মৌসুমে গুজরাটের জার্সিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ৩৩ বছর বয়সী ব্রাভো। ১৫ ম্যাচে নেন ১৭টি উইকেট। কিন্তু, টেবিলের শীর্ষে থেকেও দু’টি কোয়ালিফাইং ম্যাচ হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।