ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফেনীকে ৬ রানে হারিয়ে সিলেট ভেন্যু চ্যাম্পিয়ন শেরপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ফেনীকে ৬ রানে হারিয়ে সিলেট ভেন্যু চ্যাম্পিয়ন শেরপুর চ্যাম্পিয়ন শেরপুর দলের উল্লাস। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ফেনী জেলা দলকে ৬ রানে হারিয়ে সিলেট ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এ জয়লাভ করায় শেরপুর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টায়ার-১ থেকে টায়ার-২ পর্যায়ে উন্নীত হয়েছে।  

বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের খেলাটি ২০ ওভারে নেমে আসে।

টস জিতে শেরপুর জেলা দল প্রথমে ব্যাট করে ১৮ দশমিক ৫ ওভারে ১০৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ফেনী জেলা দল ২০ ওভারে ৯ উইকেটে ১০০ রান তুলতে সমর্থ হয়। এতে শেরপুর ৬ রানের জয় পায়।  

চ্যাম্পিয়নশিপে নিজেদের তিন খেলার দু’টিতে জয় ও একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে শেরপুর ভেন্যু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  

তাদের এ অর্জনে শেরপুর -১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত দলের সদস্য, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর: শেরপুর জেলা-১০৬/১০, ১৮.৫ ওভার (আরহাম নাজিম ৩১, অনিক নিনাদ ১৯; অতিরিক্ত ১৯; হৃদয় ৩/১৭, হুমায়ুন ৩/১৭)। ফেনী জেলা-১০০/৯, ২০ ওভার (রিফাত ২৬, ইমরান ২১; অতিরিক্ত ৪; মাহমুদুল হক রাকিব ৩/১২, শরন ২/৬)।  

ফলাফল: শেরপুর জেলা ৬ রানে জয়ী।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।