ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বোলারদের নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
বোলারদের নৈপুণ্যে পাকিস্তানের দাপুটে জয় বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের দাপুটে জয়/ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে জ্যামাইকা টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে মিসবাহ উল হকের দল। তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে গেল ক্যারিবীয়রা।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ - ২৮৬ ও ১৫২
পাকিস্তান - ৪০৭ ও ৩৬/৩ (১০.৫ ওভার)

১২১ রানে পিছিয়ে থাকা ও. ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার কাইরন পাওয়েল।

প্রথম ইনিংসে মোহাম্মদ আমিরের (৬ উইকেট) পর দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহর স্পিন ঘূর্ণিতে নাকাল হয় স্বাগতিকরা। একাই ছয় উইকেট (দুই ইনিংস মিলিয়ে ৮টি) নিয়ে সহজ জয়ের ভিত গড়ে দেন তিনি। জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩২ রানের মামুলি লক্ষ্য দাঁড়ায়। এটি টপকাতেই তিনটি উইকেটের পতন ঘটে। জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হন ইউনিস খান (৬)। পরে তিন বলে দুই ছক্কায় ১২ রানে অপরাজিত থেকে বাবর আজমকে (৯ অপ.) উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মিসবাহ উল হক। উইকেট তিনটি নেন শ্যানন গ্যাব্রিয়েল, অালজারি জোসেফ ও দেবেন্দ্র বিশু।

বার্বাডোসে আগামী ৩০ এপ্রিল (রোববার) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়। সিরিজ বাঁচাতে জেসন হোল্ডারদের হার এড়ানোর বিকল্প নেই। অন্যদিকে, পাকিস্তানের সামনে সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি!

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।