ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফি মিশনে সব দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
চ্যাম্পিয়নস ট্রফি মিশনে সব দলের স্কোয়াড ...

একমাত্র ভারত ছাড়া সবাই নির্ধারিত সময়ের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ডেডলাইন ছিল ২৫ এপ্রিল। আইসিসির বোর্ড সভা শেষে ২৭ এপ্রিল স্কোয়াড প্রকাশ করতে পারে বিসিসিআই।

বিশেষ পরিস্থিতিতে বিলম্ব করার বিষয়ে আইসিসির অনুমতি রয়েছে। নতুন অর্থনৈতিক মডেল নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মতবিরোধের সুরাহা হয়নি।

এর জের ধরেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি তারা। এ নিয়ে টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়েও এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে! শঙ্কায় ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ

আগামী ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের পর্দা উঠবে। ফাইনাল ১৮ জুন। বিশ্বকাপের পর এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট। স্বাগতিক ইংল্যান্ড সহ আটটি টিম শিরোপা লড়াইয়ে নামবে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’তে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। লন্ডনের কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচেই ইংলিশদের মোকাবেলা করবে টিম বাংলাদেশ। গ্রুপ পর্ব শেষে সেরা চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে।

পাঠকদের জন্য সাতটি দেশের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড তুলে ধরা হলো:

বাংলাদেশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

ইংল্যান্ড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

অস্ট্রেলিয়া: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, ময়েজেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, নেইল ব্রম, রস টেইলর, টম লাথাম, কোরি অ্যান্ডারসন, লুক রনকি, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জিতান প্যাটেল, মিচেল স্যান্টনার, মিচেল ম্যাকক্লেনাগান, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনি, টিম সাউদি।

পাকিস্তান: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী, শাদাব খান।

শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চামারা কাপুগেদারা, আসিলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লক্ষণ সান্দাকান, সিকুজে প্রসন্ন।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকভায়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কেশব মহারাজ, ডোয়াইন প্রিটোরিয়াস, ফারহান বেহারদিয়েন, মরনে মরকেল।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।