ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

১০ লাখ টাকা বোনাস পেলেন শেখ জামাল ক্রিকেটাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
১০ লাখ টাকা বোনাস পেলেন শেখ জামাল ক্রিকেটাররা জিয়াউর রহমানের ঝড়ো ব্যাটিং

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে হারিয়ে ১০ লাখ টাকা বোনাস পেলেন জয়ী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমিন্ড ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান বুধবার (২৬ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জয়ী দলের হাতে বেনাস তুলে দেন।
 
এদিন শেখ জামালের অলরাউন্ডার জিয়াউর রহমানের ৫৭ বলে ৭৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের এই মৌসুমের তৃতীয় জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।


 
জিয়ার এমন টর্নেডো ব্যাটিংয়েই আবাহনীর দেওয়া ২৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে খেলতে নামা আব্দুর রাজ্জাকের দল জয়ের বন্দরে নোঙ্গর ফেলে ৪ উইকেট খরচায়। জিয়া ছাড়াও ওপেনার ফজলে রাব্বির ৬৩ ও প্রশান্ত চোপরার ৫৭ রান দলের দাপুটে জয়ে অগ্রণী ভূমিকা রাখে।     

এ জয়ের ফলে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের মৌসুমে এ পর্যন্ত খেলা ৪ ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত ১৭ এপ্রিল লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে একমাত্র হার বরণ করে নিতে হয়েছিল দলটিকে।
 
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।