ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আপাতত পাকিস্তানের সাথে কোনো আলোচনা নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আপাতত পাকিস্তানের সাথে কোনো আলোচনা নয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জুলাইয়ে বাংলাদেশ সফর বাতিলের কথা জানিয়েছেন পাকিস্তান বোর্ড সভাপতি শাহরিয়ার খান। পিসিবির মতে, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি হচ্ছে না।

তবে উল্লেখ করার মতো হলো, বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চাউর হলেও বিসিবি এখনও এই মর্মে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ঘোষণা পায়নি। সঙ্গত কারণেই ট্যুর বাতিল প্রসঙ্গে এখনই পাকিস্তানের সাথে আলোচনার কোনো পদক্ষেপ নেবে না বিসিবি।

বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের ভাষ্যমতে দুই বোর্ডের মধ্যকার এই আলোচনা তখনই হবে যখন পিসিবি আনুষ্ঠানিকভাবে ‘না’ করবে।    

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি গণমাধ্যমকে জানান, ‘এই মুহূর্তে এগুলো নিয়ে কথা বলা মুশকিল। আলোচনার ব্যাপার আছে। যদি আনুষ্ঠানিকভাবে সফর বাতিল হয়ে যায় তাহলে তাদের সাথে আলোচনায় বসতে হবে। তারপরে আমরা নিদ্ধান্ত নেব পরবর্তীতে কি করণীয়। ’

এসময় পিসিবি সভাপতি শাহরিয়ার খানের সফর বাতিলের প্রতিক্রিয়ায় জালাল ইউনুস বলেন, ‘ওরা চাচ্ছে আমরা সেখানে গিয়ে ট্যুর করি। কিন্তু আপনাদের একটা জিনিস জানাতে চাই যে; এই ট্যুরটা আমাদের প্রাপ্য। এফটিপি অনুযায়ী এটা বাংলাদেশের সিরিজ, পাকিস্তানের নয়। ২০১৫ সালে তাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল যে ২০১৫, ২০১৬ ও ২০১৭’র পরে দুইটি সিরিজ তারা বাংলাদেশে খেলবে’

তিনি আরও যোগ করেন, ‘এটা নিয়ে একটা অর্থনৈতিক ইস্যুও ছিল। সেটাও সে সময় করা হয়েছিল। বলা হয়েছিল তারা ২০১৭ সাল পর্যন্ত ঢাকাতেই খেলবে। একই সাথে এটাও সত্য যে এফটিপিতে এটা আমাদের সিরিজ, আমরা এখানে খেলতে চাচ্ছি। আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই মর্মে কোনো নিশ্চয়তা পাইনি। এটা মিডিয়ায় বলা হয়েছে। তারা বলছে যে ট্যুর করবে না, কিন্তু আমরা অফিসিয়ালি নিশ্চিত নই। ’

এই সিরিজের দুইটি টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানে খেলার চিন্তা করছিল পিসিবি, এমনটা জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘তারা চাচ্ছিল যে বাংলাদেশ কমপক্ষে দুইটি টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানে গিয়ে খেলুক এবং বাকিটা আমাদের এখানে খেলুক। কিন্তু আমরা তা চাচ্ছি না। আমাদের সূচিতেই আমরা অটল থাকতে চাই এবং আমরা চাচ্ছি পুরো সিরিজটা এখানেই হোক। এখন পর্যন্ত আমরাও তাদের নিশ্চিত করিনি যে ট্যুর বাতিল হয়ে গেছে। আমরা জানি তারা এখানে আসবে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাকিস্তানে গিয়ে খেলার কোনো পরিকল্পনা নেই। ’

সিরিজটি নিয়ে পিসিবির সাথে বিসিবির কোনো অর্থনৈতিক গোলযোগের ব্যাপার নেই বলেও নিশ্চিত করেন জালাল ইউনুস।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।