ধোনির সক্ষমতা প্রসঙ্গে গাঙ্গুলি বলেছিলেন, ‘আমি খুব একটা নিশ্চিত না যে টি-টোয়েন্টিতে ধোনি কতটা ভালো ব্যাটসম্যান। ওয়ানডেতে সে চ্যাম্পিয়ন ক্রিকেটার।
প্রিন্স অব ক্যালকাটা খ্যাত গাঙ্গুলি তার সাজানো আইপিএলের ফ্যান্টাসি একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে জায়গা দিয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের উঠতি তারকা রিশব প্যান্থকে।
এছাড়া গাঙ্গুলির দলে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের তিন ফরমেটের বর্তমান দলপতি ও বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি। ভারতের এই রানমেশিনের সঙ্গে ওপেনিংয়ে রয়েছেন সাকিবদের দল কলকাতার দলপতি গৌতম গম্ভীর।
গাঙ্গুলির একাদশ
বিরাট কোহলি, গৌতম গম্ভীর, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, নিতীশ রানা, মনিশ পাণ্ডে, রিশব পান্থ, সুনিল নারাইন, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার ও ক্রিস মরিস।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি