বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ৪৯.৪ ওভারে ২৮৩ রানে অলআউট হয়। জবাবে, ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়া ৩৩.৫ ওভারে গুটিয়ে যায় ১৫৩ রানের মাথায়।
প্রাইমের দলপতি বিপিএলের চমক মেহেদি মারুফ ১০৩ বলে ১২টি চার আর দুটি ছক্কায় করেন ১০১ রান। এটি ছিল তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৩৭ রান করেন আসিফ আহমেদ। এছাড়া, সালমান ২৮, আভিমানু ৩৩, নাহিদুল ২৫ রান করে বিদায় নেন।
২৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ার ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন সফিউল হায়াত। ২৭ রান আসে ওপেনার নাসিরুদ্দিনের ব্যাট থেকে। উত্তম সরকার ২৪, মনির হোসেন ২৫ রান করেন।
প্রাইমের আরিফুল হক ২.৫ ওভারে মাত্র ১৪ রানে তিনটি উইকেট তুলে নেন। দুটি উইকেট পান আল আমিন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দলপতি মেহেদি মারুফ।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এমআরপি