ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাইশুকুরের ব্যাটে কাপালিদের দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
মাইশুকুরের ব্যাটে কাপালিদের দ্বিতীয় জয় মাইশুকুরের ব্যাটে ব্রাদার্স ইউনিয়নের দ্বিতীয় জয়

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দ্বিতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মাইশুকুর রহমানের ৮৪ রানের অপরাজিত ইনিংসে ব্রাদার্সের ছুঁড়ে দেওয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭১ রানে হার মানে খেলাঘর সমাজ কল্যান সংঘ। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে তারা ৯ উইকেট হারিয়ে ১৯৬ করতে সমর্থ হয়।

পঞ্চম রাউন্ডের ম্যাচটিতে মাইশুকুর ছাড়াও ব্রাদার্সের হয়ে ব্যাট হাতে টপঅর্ডারের আরেক ব্যাটসম্যান ফরহাদ হোসেন খেলেছেন ৬৭ রানের দায়িত্বশীল এক ইনিংস।

রোববার (৩০ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে অল কাপালির দলকে ব্যাটিংয়ে পাঠায় খেলাঘর।

মাইশুকুরের অপরাজিত ৮৪, ফরহাদ হোসেনের ৬৭, মিজানুর রহমানের ৪৮ ও ধীমান ঘোষের ২১ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ২৬৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ব্রাদার্স।

খেলাঘরের হয়ে বল হাতে তানভির ইসলাম ৩টি এবং নাজমুস সাদাত, মাসুম খান ও রেজাউল করিম নিয়েছেন ১টি করে উইকেট।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের ব্যাটিং ব্যর্থতায় ১৯৬ রানের বেশি করতে পারেনি খেলাঘর টিম। সর্বোচ্চ ৬৮ রান আসে নাজিমউদ্দিনের ব্যাট থেকে। অর্ধশতক হাঁকান ডলার মাহমুদ (৫৩)।

ব্রাদার্স বোলারদের মধ্য নিহাদ উজ জামান ৩টি, অলোক কাপালি ও মানবেন্দর বিসলা ২টি করে আর নুর ইসলাম সাদ্দাম ও কাজী কামরুল নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।