ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শিগগিরই জানা যাবে চাঞ্চল্যকর দুই ঘটনার কারণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, মে ১, ২০১৭
শিগগিরই জানা যাবে চাঞ্চল্যকর দুই ঘটনার কারণ জালাল ইউনুস / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে লালমাটিয়ার বোলার সুজন মাহমুদের ৪ বলে ৯২ রান ও ফিয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসানের ১.৪ ওভারে ৬৪ রানের বিষয়টির তদন্ত শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট বিশ্বে সাড়াজাগানো ঘটনাগুলোর তদন্ত শেষ হওয়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ওই তদন্ত রিপোর্ট ঘোষণা করা হবে। তদন্ত রিপোর্ট মিডিয়ার সামনে প্রকাশ করার সম্ভাব্য তারিখ ০৩ মে।

বিষয়টি নিয়ে বিসিবি পরিচালক ও বোর্ডের বিশেষ তদন্ত কমিটির অন্যতম সদস্য জালাল ইউনুস জানান, ‘তদন্ত আমরা শেষ করে ফেলেছি। দুই-তিন দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সেটা জানানো হবে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে। তিনি পর্যালোচনা করেই সবাইকে জানাবেন। ’

আম্পয়ারদের পক্ষপাতদুষ্ট আচরণের অভিনব প্রতিবাদ করে গত ১১ এপ্রিল ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে লালমাটিয়া ক্লাবের বোলার মো: সুজন মাহমুদের ৪ বলে ৯২ রান দিয়েছিলেন। অভিযোগ আছে সেদিন ব্যাটিং করতে নামলে আম্পায়াররা সুজনকে বলেছিলেন দ্রুত আউট হয়ে খেলা শেষ করতে। তা না হলে তারাই তাকে আউট দিয়ে দেবেন। আম্পায়ারদের এমন অপেশাদার কথার প্রতিবাদেই সুজন সেদিন এমন লঙ্কাকাণ্ড ঘটিয়েছিলেন।

.সেদিন সুজনের ১৩টি ওয়াইড থেকে ৬৫, ৩টি নো বল থেকে ১৫ ও চারটি বৈধ বল থেকে নেয়া রানে ৮৯ রানের লক্ষ্য টপকে ৯২ রান সংগ্রহ করে এক্সিওম ক্রিকেটার্স।

তার আগের দিন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসান ১.৪ ওভার বল করে দিয়েছিলেন ৬৪ রান।

এবার দেখা যাক, বিসিবি’র তদন্ত প্রতিবেদনে কি বেরিয়ে আসে। সত্যিই কে দোষী। সুজন নাকি আস্পয়ররা? কার পরামর্শে সুজন ও তাসনিম এমন অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন? আম্পায়াররাই বা কেন সুজনকে দ্রুত আউট হতে বলেছিলেন?

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ০১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।