ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন মিসবাহ-ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মে ১, ২০১৭
বোর্ডের গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন মিসবাহ-ইউনিস ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে পাকিস্তানের দুই সিনিয়র ব্যাটসম্যান মিসবাহ-উল-হক ও ইউনিস খান ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। তবে, দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হচ্ছে, বিদায় নিলেও বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে এই দুই তারকাকে।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এমনটাই আভাস দিয়ে রেখেছেন।

পাকিস্তানের প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইউনিস।

আর অধিনায়ক হিসেবে নিজেকে বারবার যথার্ত প্রমাণ করেছেন মিসবাহ। তাদের দুর্দান্ত পারফর্ম আর দেশের প্রতি শ্রদ্ধাকে মূল্যায়ন করেই বোর্ডের কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতে পারে।

পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ‘পাকিস্তানের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে আমাদের বোর্ডে বিচক্ষণ আর অভিজ্ঞ লোকের দরকার। আমার মনে হয় মিসবাহ-ইউনিস দু’জনই আমাদের তরুণ ক্রিকেটারদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে। চলতি সিরিজ শেষেই আমরা তাদের নিয়ে বসবো। তাদের সুযোগ দিতে চাই। ক্রিকেটার যাচাই-বাছাইয়ের কাজটি তারাই ভালো করতে পারবে। কারণ পাকিস্তানের তরুণ ক্রিকেটাররাই এদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। ’

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর মিসবাহ ও ইউনিসকে বোর্ড থেকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর বোর্ডের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হবে। বোর্ড চেয়ারম্যানের বিশ্বাস দুই তারকাই পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিতে রাজী হবেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।