ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের মতোই নিরাপত্তা পাবে অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মে ১, ২০১৭
ইংল্যান্ডের মতোই নিরাপত্তা পাবে অস্ট্রেলিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

২০১৫ সালের অক্টোবরে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে টেস্ট সিরিজ স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। এবার নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত।

বাংলাদেশ সফরে টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়ার মধ্যে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষ বাংলাদেশ সফরে এসে খেলে গেছে ইংল্যান্ড।

পূর্ণাঙ্গ সফরসূচি এখন পর্যন্ত চূড়ান্ত করা না হলেও ঠিক করা হয়েছে টেস্টের সম্ভাব্য ভেন্যু। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকায় আর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোরবানির ঈদের আগে ঢাকায় একটি ম্যাচ আর ঈদের পরে চট্টগ্রাম ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে, ঢাকার কোন ভেন্যুতে (মিরপুর অথবা ফতুল্লা) প্রথম ম্যাচটি হবে তা অফিসিয়ালি এখনও জানানো হয়নি।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়া আমাদের দেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে। ঈদুল আযহার আগে তারা বাংলাদেশে আসবে। ঈদের আগে একটি ও ঈদের পর একটি টেস্ট খেলবে। অস্টেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল আমাদের নিরাপত্তার ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার রিপোর্টে ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্ট। তাদের পক্ষ থেকে যে ফিডব্যাক এসেছে তাতে আমরা এই সিরিজ নিয়ে আশাবাদী। ’

আসন্ন সিরিজে ইংল্যান্ডের মতোই নিরাপত্তা দেওয়া হবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। এ প্রসঙ্গে সুজন যোগ করেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বাংলাদেশ সব ধরনের নিরাপত্তা দেবে। প্রত্যেক সিরিজের আগে অতিথি দলগুলোর ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনা পাঠাতে হয়। ক্যারল যখন এসেছিলেন তখন তিনি ভেন্যু ও হোটেল পরিদর্শন করে গেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও তিনি কথা বলেছেন। আমরা ইংল্যান্ডকে যেমন নিরাপত্তা দিয়েছি, অস্ট্রেলিয়াকেও একই নিরাপত্তা দেওয়া হবে। আমাদের নিরাপত্তায় আশ্বস্ত হয়েই অস্ট্রেলিয়া আসতে সম্মতি জানিয়েছে। ’

এর আগে ২০০৬ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ফতুল্লা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বে আসা অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।