ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সুবিধাজনক অবস্থানে সফরকারী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মে ২, ২০১৭
সুবিধাজনক অবস্থানে সফরকারী পাকিস্তান ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে সফরকারী পাকিস্তান। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট করে দিয়ে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৭২ রান।

বার্বাডোসের কিংসটন ওভালে ম্যাচের দ্বিতীয় দিন শেষে পাকিস্তান পিছিয়ে ১৪০ রান। হাতে আছে আরও ৭টি উইকেট।

আগে ব্যাট করা ক্যারিবীয়ানদের সর্বোচ্চ স্কোরার রোসটন চেজ। ২১০ বলে ১৭টি বাউন্ডারিতে তিনি ১৩১ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আসে দলপতি জ্যাসন হোল্ডারের ব্যাট থেকে। কিয়েরন পাওয়েল করেন ৩৮ রান।

পাকিস্তানের মোহাম্মদ আব্বাস চারটি, মোহাম্মদ আমির তিনটি, ইয়াসির শাহ দুটি আর অভিষিক্ত সাদাব খান একটি উইকেট দখল করেন।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি থেকেই আসে ১৫৫ রান। আহমেদ শেহজাদ ১৯১ বলে ৭৯ রান করে বিদায় নিলেও ১৯৩ বলে ৮১ রান করে অপরাজিত আছেন আজহার আলি। কোনো রান না করেই বিদায় নেন বাবর আজম আর ইউনিস খান। ৭ রানে দিন শেষে অপরাজিত থাকেন দলপতি মিসবাহ।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।