ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বোনের বিয়ে, ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মে ২, ২০১৭
বোনের বিয়ে, ফিরছেন সাকিব বোনের বিয়ে, ফিরছেন সাকিব

আইপিএলের দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। বোনের বিয়ে উপলক্ষে শিগগিরই দেশে ফিরবেন তিনি।

৪ মে (বৃহস্পতিবার) সকালে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। বোনের বিয়ে শেষে জাতীয় দলে যোগ দিতে ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন সাকিব।

এর আগেই শেষ হবে সাকিবের বোন জান্নাতুল ফেরদৌস রিতুর আকদ।

ফলে, টিম ম্যানেজমেন্টের কাছ থেকে একদিন বেশি ছুটি নিতে পারেন সাকিব। আগামী ০৫ মে ইংল্যান্ডে রওয়ানা হতে পারেন তিনি।

এবারের আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। বাকি ম্যাচগুলোতে বসে ছিলেন ডাগআউটে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।