ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

তাইজুলের স্পিনবিষে ৮৪ রানে অলআউট রুপগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মে ২, ২০১৭
তাইজুলের স্পিনবিষে ৮৪ রানে অলআউট রুপগঞ্জ ছবি: সংগৃহীত

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাত্র ৮৪ রানেই গুটিয়ে গেছে লিজেন্ডস অব রুপগঞ্জ। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের বিপক্ষে ৫১ রানে হেরেছে রুপগঞ্জ।

বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার (০২ মে) মাঠে নামে মোহামেডান-রুপগঞ্জ। আগে ব্যাট করে ৩৯.৪ ওভারে অলআউট হয় মোহামেডান।

জবাবে, ৩২.৪ ওভারে ৮৪ রান তুলেই গুটিয়ে যায় রুপগঞ্জ।

রুপগঞ্জকে গুঁড়িয়ে দিতে বল হাতে ১০ ওভার বল করে একটি মেডেন সহ মাত্র ২৪ রান খরচায় ৬টি উইকেট তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। এর আগেও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৬ উইকেট পেয়েছিলেন তাইজুল। সেবার ১৯ রান খরচায় ৬ উইকেট পান তিনি।

আগে ব্যাট করা মোহামেডানের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন দলপতি রকিবুল হাসান। ২৩ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে। ২০ রান করেন নাজমুল হোসেন। আর ১৯ রানের ইনিংস খেলেন জাবিদ হোসেন। রুপগঞ্জের বোলার আসিফ হাসান চারটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ ও সাক্সেনা।

ব্যাটিংয়ে নেমে তাইজুলের স্পিনবিষে দুই অঙ্কের ঘরে যেতে পারেন রুপগঞ্জের ইয়াসির আলি (১৪), নাঈম ইসলাম (১৫) আর দলপতি মোশাররফ হোসেন রুবেল (২২)।

তাইজুল ৬টি উইকেট পেলেও অন্যরাও ছিলেন উইকেট শিকারের তালিকায়। কামরুল ইসলাম রাব্বি আর আশালাঙ্কা একটি করে উইকেট দখল করেন। দুটি উইকেট পান সাজেদুল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাইজুল।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।