ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দুই প্রাইমের লড়াইয়ে জয়ী নাফিসরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ২, ২০১৭
দুই প্রাইমের লড়াইয়ে জয়ী নাফিসরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আর প্রাইম দোলেশ্বর। দুই প্রাইমের মুখোমুখি লড়াইয়ে জয় তুলে নিয়েছে শাহরিয়ার নাফিসদের দোলেশ্বর। মেহেদি মারুফের দলটিকে ৭ উইকেটে হারিয়েছে ফরহাদ রেজার দোলেশ্বর।

মঙ্গলবার (০২ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪৯.৫ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে তোলে ১৮০ রান। জবাবে, ৩ উইকেট হারিয়ে ৪৫.২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌছে দোলেশ্বর।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জাকির হাসান ৫২, আসিফ আহমেদ ৩৩ আর আরিফুল হক ৩০ রান করেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ফরহাদ রেজা এবং দেলোয়ার হোসেন তিনটি করে উইকেট লাভ করেন।

১৮১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসে ১১ আর আবদুল মজিদ ০ রানে বিদায় নেন। দলীয় ১৮ রানে দুই ওপেনারকে হারায় দলটি। চার নম্বরে নামা মার্শাল আইয়ুব আর শাহরিয়ার নাফিস দলকে জয়ের দিকে টানতে থাকেন। দলীয় ১৪১ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ৮৫ বলে ৬২ রানের ইনিংস খেলা মার্শাল আইয়ুব। নাফিস ১২৫ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। ১৭ রানে অপরাজিত থাকেন জাকির হাসান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।