ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘গৌতম গম্ভীর ছাড়া ভারতীয়রা ভালো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
‘গৌতম গম্ভীর ছাড়া ভারতীয়রা ভালো’ ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সীমান্ত দ্বন্দ্ব, যুদ্ধের চেয়েও বড় কিছু। সেই ১৯৫২ সাল থেকে দুই দল পরস্পরের বিপক্ষে ক্রিকেট খেলে। ৬টি ওয়ানডেতে, ৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াইও করেছে। যাদের মধ্যে প্রতিটি ম্যাচের আগেই শুরু হয় কথার যুদ্ধ।

যুবরাজ সিং, হরভজন সিং আর জহির খানরা ‘বন্ধুত্বপূর্ণ’ হলেও ভারতের একজন ছিলেন যার সঙ্গে কখনোই পাকিস্তানি ক্রিকেটাররা মিশতে পারেননি। এমনকি মাঠের বাইরে তার সঙ্গে এক কাপ চা খাওয়ারও সুযোগ হয়নি।

টিম ইন্ডিয়ার সেই ক্রিকেটারের নাম ‘গৌতম গম্ভীর’।

আর এমন তথ্য জানিয়েছেন পাকিস্তানের সদ্য বিদায়ী সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ নিয়ে লেখা একটি কলামে আফ্রিদি লিখেছেন, ‘জনপ্রিয়তার বিপরীত দিকও দেখেছে ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। কিন্তু, ব্যতিক্রম ছিল গৌতম গম্ভীর। তাকে কখনোই আমি বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে দেখিনি। ’

পাকিস্তানের সিনিয়র এই অলরাউন্ডার লিখেছেন, ‘একই টিম হোটেলের কফি শপেও কখনো তার সঙ্গে দেখা হয়নি। এক কাপ চা প্রস্তাব করার সুযোগও হয়নি। আমাদের দেশ দুটি মাঠে নামার আগেই কথার যুদ্ধ শুরু করতো। আর এটা নিয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনামের শেষ ছিল না। এখন আমি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এখন বুঝতে পারি আমরা কি দিন পার করেছি। এটাই ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। গৌতম গম্ভীর হয়তো সেটাই বুঝেছিল। আমি তার জন্য শুভকামনা করি। ’

আফ্রিদির আরও লিখেছেন, ‘গৌতম যেখানে কিছুটা ব্যতিক্রম, সেখানে আমি বন্ধুত্ব গড়েছিলাম যুবরাজ, হরভজন, জহির খানদের সঙ্গে। এই তিনজনই আমার প্রিয় এবং কাছের বন্ধু। আমাদের মধ্যে দারুণ কিছু স্মরণীয় মুহূর্ত আছে, যা কখনোই ভোলার না। ’

আফ্রিদি-গম্ভীর কথার লড়াই:


গম্ভীর-পাকিস্তানি ক্রিকেটারদের কথার লড়াই:

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৪ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।