ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনী-মোহামেডানের সঙ্গে জয়ী রুপগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ৫, ২০১৭
আবাহনী-মোহামেডানের সঙ্গে জয়ী রুপগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে ছয়টি দল ভিন্ন তিনটি ম্যাচে মাঠে নেমেছিল। নিজ নিজ খেলায় জয় তুলে নিয়েছে মোহামেডান, আবাহনী ও লিজেন্ডস অব রুপগঞ্জ।

শুক্রবার (০৫ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হয় মোহামেডান। প্রাইমের ২২৮ রানের জবাবে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে ৪ উইকেট হারানো মোহামেডান।

৬ উইকেটের জয় পায় মোহামেডান।

প্রাইমের ওপেনার আবদুল মজিদ ৫০, জাকের আলি ৪০, দলপতি ফরহাদ রেজা ৪৬ রান করেন। মোহামেডানের ওপেনার অভিষেক মিত্র ৯৫ রানে বিদায় নিলেও দলপতি রকিবুল হাসান ৪৯ রানে অপরাজিত থাকেন।

এদিকে, বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক ১৯৮ রানেই গুটিয়ে যায়। ফলে, ১০৭ রানের বিশাল জয় তুলে নেয় আবাহনী।

আবাহনীর ওপেনার লিটন দাস ৬৫ আর সাদমান ইসলাম ১০৩ রান করেন। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৫১ রান। প্রাইম ব্যাংকের আরিফুল হক ও আল আমিন হোসেন তিনটি করে উইকেট তুলে নেন। ৩০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রাইমের সালমান হোসেন ৬১ রানে অপরাজিত থাকেন। দলপতি মেহেদি মারুফ ৩১, সানাজ আহমেদ ২৫, আল আমিন ৩১ রান করেন। বল হাতে আবাহনীর শুভাগত হোম ৫ উইকেট তুলে নেন।

দিনের অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে নেমেছিল ভিক্টোরিয়া-রুপগঞ্জ। আগে ব্যাট করে ভিক্টোরিয়া ১৫৫ রানে অলআউট হয়। জবাবে, ৪ উইকেট হারানো রুপগঞ্জ ২৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়।

ভিক্টোরিয়ার উত্তম সরকার ৩৫, রুবেল মিয়া ২৮, মইনুল ২১, ইমামুল ২২ রান করেন। রুপগঞ্জের ওপেনার পিনাক ঘোষ ৬২ রানের ইনিংস খেলেন। এছাড়া, মোশাররফ হোসেন ২১ রানে বিদায় নেন। ২৯ রানে অপরাজিত থাকেন দলপতি নাঈম ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।