ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে আইরিশ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ৯, ২০১৭
বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে আইরিশ দল বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আইরিশ দল/ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরের স্কোয়াড থেকে একটি পরিবর্তন এনেছে আইরিশরা। অ্যান্ডি ম্যাকব্রাইনের জায়গায় প্রথমবারের মতো জাতীয় টিমে ডাক পেয়েছেন ত্রিশ বছর বয়সী অলরাউন্ডার সিমি সিং।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার লক্ষ্যে পাঞ্জাবে জন্ম নেওয়া সিমি সিং আয়ারল্যান্ডে পাড়ি জমান। গত মাসেই আইরিশ নাগরিকত্ব পাওয়ার মধ্য দিয়ে অবশেষে তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

কোচ জন ব্রেসওয়েলের চোখে সিমি সিংয়ের অসাধারণ দক্ষতাই তাকে আইরিশ টিমে সুযোগ দিয়েছে।

আগামী ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ডাবলিনে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ট্রেনিং ক্যাম্প শেষে বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছে টাইগাররা।

আয়ারল্যান্ড স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, পিটার চেজ, জর্জ ডকরেল এড জয়েস, টিম মার্টাগ, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও'ব্রায়েন, নায়াল ও'ব্রায়েন, সিমি সিং, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ৯ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।