ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের শত্রু মানোহরই আইসিসির চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, মে ১০, ২০১৭
ভারতের শত্রু মানোহরই আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মানোহর-ছবি:সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে বহাল থাকছেন শশাঙ্ক মানোহর। যদিও চলতি বছরের জুনে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই সরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ফের ২০১৮ সালের জুন পর্যন্ত পূর্ণ মেয়াদে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান আসনে থাকার সিদ্ধান্ত নেন তিনি।

২০১৭ সালের মার্চে হঠাৎ করেই ব্যক্তিগত কারণে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ভারতীয় আইজীবী মানোহর। তবে পরবর্তীতে তিনি একই পদে থাকতে আগ্রহ দেখান কিন্তু শুধুমাত্র জুন পর্যন্ত।

এ সময়ের মধ্যে আইসিসির বার্ষরিক সভা ও অর্থ বন্টন নিয়ে গঠনতন্ত্র পরিবর্তন হয়।

গত মাসেই আইসিসির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে সদস্য দেশগুলোর মধ্যে অর্থের সমবন্টন করা হয়। তবে এতে শুধুমাত্র ভারত রাজি না হলে শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে পরাজয় হয় বিসিসিআইয়ের।  

এছাড়া গঠনতন্ত্রের আরেকটি ভোটেও নাকানি-চুবানি খায় ভারত। আর এই আইন পরিবর্তনে বড় ধরনের ভূমিকা রাখেন মানোহর। যাকে কিনা ভারতীয়রা দেশদ্রোহী বলতেও ছাড়েননি। কিন্তু সিদ্ধান্তে অটল থাকেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।