ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

৯ ম্যাচের সবক’টিতেই ভিক্টোরিয়ার হার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
৯ ম্যাচের সবক’টিতেই ভিক্টোরিয়ার হার ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরে আরেকটি জয় তুলে নিয়েছে আবাহনী। আর এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলা ভিক্টোরিয়া একটি ম্যাচেও জয়ের স্বাদ নিতে পারেনি। ভিক্টোরিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শিরোপা প্রত্যাশী আবাহনী।

এ জয়ের ফলে ৯ ম্যাচ খেলা আবাহনী ৭টি ম্যাচে জয়ের স্বাদ পেল। বাকি দুটি ম্যাচে হারতে হয়েছে ১৪ পয়েন্ট সংগ্রহ করা দলটিকে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ভিক্টোরিয়া ৪২.৪ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৩০ রান। ২০.৫ ওভার ব্যাট করে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে আবাহনী।

ভিক্টোরিয়ার ওপেনার মোহাম্মদ আরাফাত ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন। ৩৭ রান আসে হেমেদি মাহবুবের ব্যাট থেকে। ১১ রান করেন মহিমেনুল খানের ব্যাট থেকে। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। আবাহনীর মানান শর্মা ৪টি, মোহাম্মদ সাইফুদ্দিন ২টি, আরিফুল হাসান ২টি আর সাকলাইন সজীব ২টি করে উইকেট তুলে নেন।

১৩১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবাহনীর ওপেনার লিটন দাস ৫০ রানে বিদায় নেন। এই মৌসুমে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন লিটন। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো আবাহনীর এই রানমেশিন চলতি আসরে খেলেছেন ২০, ৪৮, ৬২, ৪২, ২০, ৬৫, ১৩৫ রানের ইনিংস। আরেক ওপেনার সাদমান ইসলাম করেন অপরাজিত ৫৮ রান। নাজমুল হোসেন শান্ত ২ আর সাইফ হাসান অপরাজিত থাকেন ১৯ রান নিয়ে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।