ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বিলাসবহুল বাড়ি উপহার পেলেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিলাসবহুল বাড়ি উপহার পেলেন ধোনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রিয়েল এস্টেট ডেভলপার কোম্পানি এলান গ্রুপের থেকে বিলাসবহুল এক বাড়ি পেয়েছেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। ১ হাজার স্কয়ার ফিটের বাড়িটির মূল্য প্রায় দেড় কোটি ভারতীয় রুপি।

এখন আইপিএল খেলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার সিনিয়র এই তারকা। আইপিএল শেষ হলে উঠবেন নতুন বাড়িতে।

তবে, এলান গ্রুপের থেকে পাওয়া বাড়িতে নয়, ধোনি উঠবেন নিজের তৈরি জন্মস্থান রাঁচির বাড়িতে।

রাঁচির রিং রোডে নতুন ফার্ম হাউসে পাকাপাকি বসবাস করতে শুরু করবেন ধোনি। এরই মধ্যে সবার অলক্ষ্যে রাঁচির তৈরি বাড়িতে গৃহপ্রবেশের পুজো করেছেন ধোনি। পরিবারের বাকি সদস্যরা সেই বাড়িতে থাকতে শুরু করলেও পাকাপাকিভাবে এখনও থাকতে শুরু করেননি ধোনি।

এলান গ্রুপের চেয়ারম্যান রাকেশ কাপুর জানান, ‘ভারতীয় ক্রিকেট দলে ধোনির দায়িত্ব আর অবদান অবশ্যই প্রশংসনীয়। আগামী প্রজন্মের তরুণ ক্রিকেটাররা তার থেকে অনুপ্রেরণা নিতে পারবে। গুরুগ্রামের প্রজেক্টে ধোনি আমাদের কোম্পানির জন্য দারুণ অবদান রেখেছেন। তাই কোম্পানির পক্ষ থেকে এই বাড়িটি উপহারস্বরূপ দেওয়া হলো।

ধোনির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ‘আগামী ৭ জুলাই ধোনির জন্মদিন। সেদিন থেকে ধোনি পাকাপাকিভাবে রাঁচির নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকতে শুরু করতে পারেন। ’

ধোনির রিং রোডের বাড়িটি ৪ একর জমির ওপর তৈরি। বিলাসবহুল এই ফার্ম হাউস নিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের কৌতুহল তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্য থেকে জানা যায়, ধোনির এই বাড়িতে রয়েছে বিশাল ফলের বাগান। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো বাড়িটিতে আছে সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট ও অত্যাধুনিক মাল্টিজিম ও নেট প্রাকটিসের জন্য পিচ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।