ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃথাই গেল মোশাররফ রুবেলের ‘৫’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
বৃথাই গেল মোশাররফ রুবেলের ‘৫’ ছবি: সংগৃহীত

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে দারুণ বোলিং করেছেন লিজেন্ডস অব রুপগঞ্জের স্পিনার মোশাররফ হোসেন রুবেল। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে তুলে নিয়েছেন ৫ উইকেট। তারপরও দলকে জেতাতে পারেননি এই অলরাউন্ডার।

নবম রাউন্ডের এই ম্যাচে ২৯ রানে হেরেছে রুপগঞ্জ। ৯ ম্যাচ খেলে ৬ ম্যাচে জেতা প্রাইম দোলেশ্বরের এই ম্যাচ জয়ে অর্জন ১২ পয়েন্ট।

৫ জয় আর চারটিতে পরাজয় নিয়ে রুপগঞ্জের সংগ্রহ ১০ পয়েন্ট।  

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করা প্রাইমের ইনিংস থামে ৪৯.৫ ওভারের মাথায়। অলআউট হওয়ার আগে দলটি ২৭৬ রান সংগ্রহ করে। মার্শাল আইয়ুব ৬০, শরিফুল্লাহ ৮২, ইমতিয়াজ হোসেন ২৪, শাহরিয়ার নাফিস ৩১, জাকের আলি ৩০ রান করেন।

১০ ওভার বল করে ৫৭ রান খরচায় ৫ উইকেট তুলে নেন মোশাররফ। আর এটাই মোশাররফ রুবেলের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট শিকার। দুটি করে উইকেট পান মোহাম্মদ শরীফ আর রাজা আলি।

মোশাররফ রুবেল একে একে ফিরিয়ে দেন প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন, আবদুল মজিদ, মার্শাল আইয়ুব, জাকের আলি আর চতুরাঙ্গা ডি সিলভা। এর আগে প্রথমশ্রেণির ক্রিকেটে মোশাররফ রুবেল ১৯ বার পাঁচ উইকেট পেলেও কখনো লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পাঁচ উইকেট পাননি। এই প্রথমবার তার নামের পাশে ৫ উইকেট। প্রথমশ্রেণির ক্রিকেট তার দখলে রয়েছে ৩৫০ উইকেট। আর ৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এখন তার দখলে ৯২ উইকেট।

২৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রুপগঞ্জের ওপেনার হাসানুজ্জামান ৫০ এবং আরেক ওপেনার পিনাক ঘোষ ১৯ রান করেন। তিন নম্বরে নামা দলপতি নাঈম ইসলাম ৭৮ রান করেন। এছাড়া, মোশাররফ রুবেল ২, রাজা আলি ১৬, ইয়াসির আলি ৪৪, মোহাম্মদ শরীফ অপরাজিত ২২ আর মাহমুদুল হাসান অপরাজিত ১০ রান করেন।

নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারানো রুপগঞ্জের ইনিংস থামে ২৪৭ রানের মাথায়। ব্যাট হাতে প্রাইম দোলেশ্বরের শরিফুল্লাহ ৮২ রান করার পর বল হাতে তুলে নেন তিনটি উইকেট। ম্যাচ অব দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি। এছাড়া, আরাফাত সানি একটি, হাবিবুর রহমান একটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ১১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।