ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সরাসরি বিশ্বকাপ খেলার মিশনে নামছে টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ১১, ২০১৭
সরাসরি বিশ্বকাপ খেলার মিশনে নামছে টাইগাররা আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলার মিশন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ডাবলিনে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সফরকারী বাংলাদেশ মাঠে নামার আগে একটি বিষয়কেই হয়তো সর্বাগ্রে বিবেচনায় রাখবে। সেটি হলো ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচের ন্যূনতম তিনটি ম্যাচে জয়। যেখানে দুটি আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি নিউজিল্যান্ডের বিপক্ষে হলেই হয়।

কেননা বর্তমানে ৯১ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে থাকা টাইগাররা এই তিন ম্যাচ জিতলে ৯৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কাকে টপকে উঠে যাবে ষষ্ঠ স্থানে। এবছরের সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে ২০১৯ বিশ্বকাপে দলটির সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে।

বলে রাখা ভালো, বাংলাদেশের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে ৯৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইসিসি’র ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে অবস্থান করছে লঙ্কানরা।

তবে চারটি জিততে পারলে আরও ভালো। তাতে করে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯৭-তে। তবে আছে শঙ্কাও। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ও আয়ারল্যান্ডের কাছে এক ম্যাচে হারলে পয়েন্ট নেমে আসবে ৮৭-তে যা র‌্যাংকিংয়ের ৮-এ নামিয়ে আনবে মাশরাফিদের।

আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি করে ম্যাচ হারলেও ৯০ পয়েন্ট নিয়ে বর্তমান র‌্যাংকিংয় ধরে রাখতে সক্ষম হবে টিম বাংলাদেশ।

এমন সমীকরণকে সামনে রেখেই চার ম্যাচ ত্রিদেশীয় সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মালাহাইড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।

ত্রিদেশীয় সিরিজে অবশ্য আইরিশদের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় নিয়ে বাংলাদেশের খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। কেননা প্রতিপক্ষ হিসেবে শক্তিমত্তা ও ফর্ম বিবেচনায় উড়ন্ত বাংলাদেশের চেয়ে ঢের পিছিয়ে স্বাগতিক আইরিশরা।

একই চিত্র আরেক প্রতিপক্ষ কিউই শিবিরেও। কেইন উইলয়ামসনসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আইপিএল খেলতে ভারতে অবস্থান করায় ও বিশ্রামে থাকায় তাদের বিপক্ষেও মাশরাফিদের জয় কঠিন হবে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না!

মনে না হওয়ার কারণও বেশ শক্ত। ইংল্যান্ড গিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোকের বিপক্ষে মুশফিকের ৯৮ বলে ১৩৪ রানের ঝড়ে ইনিংসে ৩৪৫ রানের পর্বতপ্রমান সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যদিও বৃষ্টি বাধায় ম্যাচটি পন্ড হয়ে গিয়েছিল।

টাইগাররা ঔজ্জ্বল্য ছড়িয়েছেন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও। সাসেক্স একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ৩১৪ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকদের ১৩৪ রানের বড় হারের গ্লানি দিয়েছিল।

আর তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ১৯৯ রানে উড়িয়ে দিয়ে শেষটা দুর্দান্ত করেছে। আরেকটি বিষয়ও টাইগারদের স্বস্তির কারণ হতে পারে। আর সেটি হলো ব্যাট হাতে দলের সবার উড়ন্ত ফরর্ম।

তামিম, মুশফিক, সাকিব, ইমরুল, সৌম্য, সাব্বির যে ফর্মে আছেন তাতে দু’দলেরই রাতের ঘুম হারাম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়!

এদিকে এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না মাশরাফি বিন মর্তুজা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১১ মে ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।