ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ধীর ব্যাটিংয়ে ক্যারিবীয়দের জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ধীর ব্যাটিংয়ে ক্যারিবীয়দের জবাব ছবি:সংগৃহীত

ডোমিনিকায় চলছে কচ্ছপ গতির ব্যাটিং প্রদর্শন। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজও ধীর ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নিচ্ছে। পাকিস্তানের ৩৭৬ রানের জবাবে ক্যারিবীয়রা তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে।

এই ২১৮ রান করতে স্বাগতিকদের পুরো ১০০ ওভার খেলতে হলো। যেখানে ওভার প্রতি রানের গড় ছিল মাত্র ২.১৮।

এর আগে পাকিস্তান তাদের ইনিংসে রান নিয়েছিল ২.৫৬ গড়ে। সেঞ্চুরি করা আজহার আলী (১২৭) বল খেলেছেন ৩৩৪টি।

১৪ রানে কোনো উইকেট না হারিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি করেন রোস্টন চেজ। তবে চোট পেয়ে মাঠ ছাড়া এ ব্যাটসম্যান ৬০ রান করেন। সফরকারী পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান লেগ স্পিনার ইয়াসির শাহ। আর একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ আব্বাস ও আজহার।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।