ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়ার পর অজিরাও আইপিএল নিষেধাজ্ঞার মুখে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
প্রোটিয়ার পর অজিরাও আইপিএল নিষেধাজ্ঞার মুখে ওয়ার্নার ও স্মিথ-ছবি:সংগৃহীত

ক’দিন আগে আইপিএল থেকে দেশে ফেরত যায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। যদিও জাতীয় দলের খেলার কারণেই তারা ফেরেন। তবে নতুন এক ঝামেলার কারণে ভবিষ্যতে প্রোটিয়া ক্রিকেটারদের আইপিএলে না পাঠানোর সুর তোলে দ.আফ্রিকান বোর্ড। এবার এমন তালিকায় ঢুকতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও।

আইসিসির সর্বশেষ সভায় ভারতের বিপক্ষে ভোট দেয় দ.আফ্রিকা। পরে প্রোটিয়াদের সঙ্গে ভবিষ্যত সিরিজের ব্যাপারে ভারত শঙ্কা প্রকাশ করে।

এমতাবস্থায় আইপিএলে ভবিষ্যতে এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও হাশিম আমলাদের না পাঠানো কথা বলে বোর্ডটি।

আগামী জুনে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই চলছে আইপিএলের দশম আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শীর্ষ পাঁচ ক্রিকেটারদের বিশ্রামে থাকার বিষয়ে আলোচনা সভায় ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে তারও আইপিএলে ক্রিকেটার নাও পাঠাতে পারে। এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড।

আইসিসির সেই সভায় ভারতের বিপক্ষে ভোট দেয় ক্রিকেট অস্ট্রেলিয়াও। জানা যায় অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ পাঁচ ক্রিকেটারকে আইপিএলে না খেলার নির্দেশ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিনিময়ে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি করা হবে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বোর্ড সভায় ক্রিকেটারদের বেতন নিয়ে আলোচনা সভায় এই প্রসঙ্গ নিয়ে কথা হয় বলে জানান প্যাট হাওয়ার্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিতে থাকা শীর্ষ পাঁচ ক্রিকেটার হলেন অধিনায়ক স্টিভ স্মিথ, যে কিনা বর্তমানে আইপিএলে পুনে সুপারজায়ান্টের দলকে নেতৃত্ব দিচ্ছেন। চুক্তিতে থাকা স্মিথের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।