ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার কাবাডির ময়দানে টেন্ডুলকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এবার কাবাডির ময়দানে টেন্ডুলকার ছবি: সংগৃহীত

এবার কাবাডির ময়দানে দেখা যাবে ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে। কাবাডিকে এগিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল কিনেছেন তিনি।

তবে একা দল কেনেননি, সিরিয়াল উদ্যোক্তা এন প্রসাদের সঙ্গে তামিলনাড়ু ভিত্তিক ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনেছেন টেন্ডুলকার।

আগামী জুলাই থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত চলবে প্রো-কাবাডি।

পঞ্চম মৌসুমের জন্য চারটি করপোরেট হাউস রয়েছে প্রো-কাবাডি লিগে দলের মালিকানায়। দলগুলো হলো তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা আর উত্তর প্রদেশ।

শচীনের দলটি থাকছে ইকুয়েস্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের অধীনে। এছাড়া, আদানি উইলমার লিমিটেডের গুজরাট, জিএমআর লিগ গেম প্রাইভেট লিমিটেডের উত্তর প্রদেশ এবং জেএসডব্লিউ স্পোর্টস প্রাইভেট লিমিটেডের অধীনে থাকছে হরিয়ানা দল।

প্রো-কাবাডির প্রধান নির্বাহি কর্মকর্তা উদয় শঙ্কর জানান, ‘মিশন কাবাডিতে ভারতীয় গ্রেটরা এগিয়ে আসছে দেখে আমি খুবই খুশি। করপোরেট হাউজগুলো এগিয়ে আসা এই ইভেন্টের জন্য দারুণ খবর। আমরা বিশ্বাস করি এবারের আসরে আরও চমক থাকবে, আরও সমর্থক বাড়বে। কাবাডিকে ছড়িয়ে দিতে এটা ভালো প্রয়াস। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।